প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি শিশু মনস্তাত্ত্বিক বিষয়ক প্রশ্ন উত্তর 2020-2021 Primary TET Exam Preparation Child Psychological Questions Answers
Primary TET Exam Preparation Child Psychological Questions Answers 2020-2023
প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি শিশু মনস্তাত্ত্বিক বিষয়ক প্রশ্ন উত্তর 2020-2021
যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসেবে আপনারা এই প্রশ্ন এবং উত্তর গুলি মুখস্থ করতে পারেন। বিশেষ করে এগুলি তৈরি করা হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা মাথায় রেখে তবুও এগুলি মুখস্থ করলে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লেগে যাবে কেননা অনেক সময় সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন এসে থাকে।
১) শিশু পাঁচ বছর বয়সে প্রায়
কতগুলি শব্দ শেখে ?
উঃ- শিশু পাঁচ বছর বয়সে প্রায় ২০৯২ টি
শব্দ শেখে ।
২) শিশু তার মা কে চিনতে
পারে কত মাস বয়সে ?
উঃ- শিশু তার মা কে চিনতে পারে দুই মাস
বয়সে ।
৩) অভ্যাস হল 'fly
wheels of society'-কথাটি কে বলেছেন ?
উঃ অভ্যাস হল 'fly wheels of society'-কথাটি
উইলিয়াম বলেছেন ।
৪) অন্ধদের বর্ণমালার প্রবর্তক
কে ?
উঃ- অন্ধদের বর্ণমালার প্রবর্তক লুইস ব্রেইল ।
৫) ফেরারি টেইল' কার রচনা
?
উঃ ফেরারি টেইল' হান্স অ্যান্ডারসন রচনা ।
৬) Appreciation Lesson বলতে
আমরা ঠিক কি বুঝি ?
উঃ- Appreciation Lesson বলতে আমরা মিউজিক
এবং কবিতা বুঝি ।
৭) বিনে সাইমন স্কেলে কয়টি
পর্যায় লক্ষ্য করা যায় ?
উঃ- বিনে সাইমন স্কেলে ৫ টি পর্যায় লক্ষ্য করা যায়
।
৮) প্রকল্প পদ্ধতির প্রবর্তক
কে ?
উঃ- প্রকল্প পদ্ধতির প্রবর্তক কিল প্যাট্রিক
।
৯) শিক্ষাশ্রয়ী মনবিজ্ঞানের
প্রবর্তক কে ?
উঃ- শিক্ষাশ্রয়ী মনবিজ্ঞানের প্রবর্তক
ভুন্ট ।
১০) পার্সোনা’ শব্দের অর্থ কি ?
উ- পার্সোনা’
শব্দের অর্থ মুখশ
১১) বুধ্যাঙ্ক (IQ) এর ধারণাটি
সর্বপ্রথম কোন মন বিজ্ঞানী ব্যাক্ত করেছিলেন ?
উঃ- উইলিয়াম স্টেম বুধ্যাঙ্ক (IQ) এর ধারণাটি
সর্বপ্রথম ব্যাক্ত করেছিলেন ।
১২) কোন কালকে মানব বিকাশের রহস্যময় দশা’ বলা হয় ?
উঃ- মানব বিকাশের রহস্যময় দশা বাল্যকালকে ।
১৩) বিকাশের কোন দশায় মেয়েদের
মধ্যে ইলেক্ট্রা কমপ্লেক্স' এর উৎপত্তি ঘটে ?
উঃ- শৈশব কাল মেয়েদের মধ্যে ইলেক্ট্রা
কমপ্লেক্স' এর উৎপত্তি ঘটে ।
১৪) শিলার (Schiller) প্রস্তাবিত
খেলার তত্ত্বটি কোন থিওরির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে ?
উঃ দি প্রিন্সিপল অব রিক্রিয়েশন থিওরির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে ।
১৫) শিখনলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ?
উঃ- শিখনলব্ধ অভিজ্ঞতাকে
চিনে
নেওয়ার
প্রক্রিয়াকে
প্রত্যভিজ্ঞা
বলা
হয়
।
১৬) ক্ষণস্থায়ী স্মৃতি কতক্ষন স্থায়ী হয়?
উঃ-ক্ষণস্থায়ী স্মৃতি
কতক্ষন
স্থায়ী
২০ সেকেন্ড।
১৭) কেলাসিত বুদ্ধি’ কথাটির প্রবক্তা কে ?
উঃ- কেলাসিত বুদ্ধি’
কথাটির
প্রবক্তা
থাস্টোন ।
১৮) প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
উঃ- প্রাচীন অনুবর্তন
তত্ত্বের
প্রবক্তা
প্যাভলভ ।
১৯) মনবিজ্ঞান কে ‘আত্মার বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কে ?
উঃ- মনবিজ্ঞান কে ‘আত্মার
বিজ্ঞান’
বলে
অভিহিত
করেছেন
অ্যারিস্টটল
২০) বিকাশের কোন স্তরে শারীরিক বিকাশের ক্ষেত্রে মেয়েরা পুরুষের থেকে এগিয়ে ।
উঃ- উত্তর বাল্যকাল
স্তরে শারীরিক বিকাশের ক্ষেত্রে
মেয়েরা
পুরুষের
থেকে
এগিয়ে
২১) 'Adolescere' কথাটির অর্থ কি ?
উঃ- 'Adolescere' কথাটির অর্থ
পরিনত বয়সের দিকে এগিয়ে যাওয়া
।
২২) গান্ধিজি বুনিয়াদি শিক্ষা প্রথা কবে চালু করেন ?
উঃ-গান্ধিজি বুনিয়াদি
শিক্ষা
প্রথা
১৯৩৭ সালে চালু করেন
।
২৩) ডাইড্যাকটিক উপকরণটি কোথায় ব্যবহৃত হয় ।
উঃ ডাইড্যাকটিক উপকরণটি
মন্টেসরি
শিক্ষালয়ে
ব্যবহৃত হয় ।
২৪) ICDS-এর পুরানাম কি ?
উঃ- ICDS-এর
পুরানাম
Integrated Child Development Scheme ।
২৫) রুশ তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন ?
উঃ- এমিলি বইতে প্রকৃতি
কেন্দ্রিক
শিক্ষার
ব্যাখ্যা
করেছেন
।
২৬) “শিক্ষা হল শিশুর অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ প্রকাশ” —একথা কে বলেছেন ?
উঃ- স্বামী বিবেকানন্দ
—একথা বলেছেন ।
২৭) Cooing কত বয়সে দেখা যায় ?
উঃ Cooing ৬
সপ্তাহ
বয়সে দেখা
যায়
।
২৮) গেস্টাল্ট’ শব্দের অর্থ কি ?
উঃ- গেস্টাল্ট’ শব্দের
অর্থ
অবয়ব ।
২৯) পিকুনাসের মতে শৈশবের শেষ স্তরের বয়সের সময়সীমা কত ?
উঃ- পিকুনাসের মতে
শৈশবের
শেষ
স্তরের
বয়সের
সময়সীমা
দেড় বছর থেকে
আড়াই
বছর
।
৩০) পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয়, তখন তাকে কি বলে ?
উঃ- পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয়, তখন তাকে পুনরুদ্রেক বলে
৩১) প্রত্যভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল ?
উঃ-প্রত্যভিজ্ঞা শিখন
ও
সংরক্ষন
দুটি স্তরের
উপর
নির্ভরশীল
।
৩২) শিশু বিকাশ ব্যাখ্যা করার জন্য কে ইকোলজিক্যাল থিওরি’ প্রনয়ন করেন ?
উঃ- শিশু বিকাশ
ব্যাখ্যা
করার
জন্য
কে
ইকোলজিক্যাল
থিওরি’ প্রনয়ন
করেন
ইউরি ব্রোনফেন ব্রুনার।
৩৩) উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রবণতাকে কি বলা হয় ?
উঃ- উদ্দেশ্যমুখী আচরণের
সম্পাদনের
প্রবণতাকে
প্রেষণা
বলা
হয়
।
৩৪) ক্ষণস্থায়ী স্মৃতি কতক্ষন স্থায়ী হয় ?
উঃ- ক্ষণস্থায়ী স্মৃতি
কতক্ষন
স্থায়ী
হয়
২০ সেকেন্ড।
৩৫) স্মরণ ক্রিয়ার ধাপগুলিকে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সজ্জিত করলে কি পাওয়া যায় ?
উঃ- স্মরণ ক্রিয়ার
ধাপগুলিকে
প্রথম
থেকে
চতুর্থ
পর্যন্ত
সজ্জিত
করলে
শিখন >ধারন
>পুনরুদ্ৰেক
>প্ৰত্যভিজ্ঞা
পাওয়া যায় ।
৩৬) শিক্ষনের ক্ষেত্রে সাইনেক্টিক্স মডেল’ -এর প্রবক্তা কে ?
উঃ- শিক্ষনের ক্ষেত্রে
সাইনেক্টিক্স
মডেল’
-এর
প্রবক্তা
উইলিয়াম
গর্ডন।
৩৭) কোঠারি কমিশন কবে থেকে কাজ শুরু করে ?
উঃ- কোঠারি কমিশন
১৯৬৪ খ্রিস্টাব্দের ২
রা অক্টোবর ।
৩৮) মুদালিয়ার কমিশন অন্য কি নামে পরিচিত ?
উঃ- মুদালিয়ার কমিশন
মাধ্যমিক
কমিশন
নামে পরিচিত
।
৩৯) বধিরত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ- বধিরত্ব মাপা
হয়
ফ্রিকোয়েন্সি
অ্যানালাইজার
যন্ত্রের
সাহায্যে
।
৪০) সক্রিও অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
উঃ-সক্রিও অনুবর্তন তত্ত্বের প্রবর্তক স্কিনার ।
COMMENTS