আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি যে কোন সমস্যার জন্য দোকানে নিয়ে যাই দোকানদার তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে মোবাইলটিকে তাদের কাছে...
আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি যে কোন সমস্যার জন্য দোকানে নিয়ে যাই দোকানদার তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে মোবাইলটিকে তাদের কাছে রেখে দেয় পরে ঠিক করে দেবে বলে কিন্তু আমরা হয়তো জানি না মোবাইলে কোন সমস্যা নেই সেক্ষেত্রে মোবাইল থেকে আমরা রেখে আসি। আমরা চলে আসার পর দোকানদার কিছু কোডের মাধ্যমে সেগুলি খুব সহজেই ঠিক করে দেয় এবং আমাদের কাছ থেকে কিছু টাকা নেয় এর জন্য। তবে কিছু কিছু সাধারন সমস্যা আপনি নিজে থেকেই দেখতে পাবেন বা ঠিক করতে পারবেন এর জন্য কিছু কোড ব্যবহার করতে হয়। তবে সকল মোবাইলের জন্য একই ধরনের কোড হয়না একটি কোম্পানি এক এক ধরনের কোড ব্যবহার করে থাকেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোড গুলি একই ধরনের হয়ে থাকে। তবে নিচে যে কোড গুলি দেওয়া আছে এগুলি বুঝে শুনে আপনারা আপনাদের নিজের দায়িত্বে ব্যবহার করবেন, কোন সমস্যার সম্মুখীন হলে আমাকে যেন দায়ী করবেন না।
Codes to get Firmware version information:
1) *#*#4986*2650468#*#* – PDA, Phone, H/W, RFCallDate
2) *#*#1234#*#* – PDA and Phone
3) *#*#1111#*#* – FTA SW Version
4) *#*#2222#*#* – FTA HW Version
5) *#*#44336#*#* – PDA, Phone, CSC, Build Time, Changelist number
Codes to launch various Factory Tests:
1) *#*#0283#*#* – Packet
Loopback
2) *#*#0*#*#* – LCD test
3) *#*#0673#*#* OR
*#*#0289#*#* – Melody test
4) *#*#0842#*#* – Device
test (Vibration test and BackLight test)
5) *#*#2663#*#* – Touch
screen version
6) *#*#2664#*#* – Touch
screen test
7) *#*#0588#*#* – Proximity
sensor test
8) *#*#3264#*#* – RAM
version
Good
উত্তরমুছুন