What is Windows paint? ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষ হোক না কেন ছবি আঁকতে ভালোবাসে না এমন ধরনের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেউবা ভালো ছব...
What is Windows paint?
ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষ হোক না কেন ছবি আঁকতে ভালোবাসে না এমন ধরনের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেউবা ভালো ছবি আঁকে কেউবা খারাপ তবে ছবি আঁকার চেষ্টা করে প্রায় প্রত্যেকেই একটা সময় যখন কম্পিউটার ছিল না তখন খাতা-কলমে ছবি আঁকার চেষ্টা সকলে করত কিন্তু বর্তমান সময়ে কম্পিউটার একটি অন্যতম মাধ্যম কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যার এর মাধ্যমে মানুষ এই কাজগুলি এখন করে থাকে ঠিক সেরকমই একটি সফটওয়্যার হল উইন্ডোজ পেইন্ট।
এখানে খুব সহজ ভাবে মানুষের যাতে কোনো রকমের অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই এদিকে সাজানো হয়েছে যেখানে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারবেন। যা কম্পিউটারের মাউসটিকে ঠিকভাবে চালাতে পারেন না তারা যদি কম্পিউটারের মাধ্যমে ছবি আকার চেষ্টা করে তবে খুব সহজেই মাউস চালানোর হাতটি ঠিক হয়ে যাবে।
সাধারণত উইন্ডোজ এর প্রতিটি অপারেটিং সিস্টেমের মধ্যে Windows Paint দেওয়া থাকে। যেটি একটি সাধারণ গ্রাফিক্স এর ছবি আঁকা সফটওয়্যার, যার বিভিন্ন ধরনের টুলবক্স, কালার বক্স, এর সাহায্যে নিজের প্রয়োজন অনুসারে বিভিন্ন ছবি আঁকা যেতে পারে । এখানে মূলত সাদাকালো, রঙিন, যেকোনো ধরনের ছবি আঁকা যায়। ,প্রয়োজনে কম্পিউটারে সেভ করা যেকোনো ছবি এখানে এনে এডিট করা সম্ভব ।
তবে Microsoft Paint এর মাধ্যমে কোন নতুন কম্পিউটার ব্যবহারকারী তাদের হাত টিকে সেট করতে পারে মাউস চালানোর ক্ষেত্রে । আপনারা এর মাধ্যমে .bmp, .jpg, .gif, .tiff, .png ফাইল তৈরি করতে ও খুলে দেখতে পারেন। তবে এর সমকক্ষ বিভিন্ন ধরনের বাজার চলতি Paint Softwere পাওয়া যায়।
কিভাবে ওপেন করবেন Windows Paint :- প্রথমে আপনার Desktop এ যান তারপর Start থেকে Progrms / All Programs থেকে Acessories থেকে Paint ক্লিক করলে বেরিয়ে আসবে।
Next post
উত্তরমুছুন