DTP softwere Adobe PageMaker Introduction in bengali
DTP softwere Adobe PageMaker Introduction in bengali
আমরা যারা DTP এর কাজ করি তারা প্রত্যেকেই Adobe Page Maker সঙ্গে পরিচিত । কিন্তু যারা নতুন তারা এই বিষয়ে খুব একটা বেশি হয়তো বা জানে না, সেই বিষয়ে জানানোর জন্যই আজ আমরা এর বিষয়ে পরিচিত হব । এই সফটওয়্যার মূলত বিভিন্ন ধরনের প্রেসের ছাপার ডিজাইন করা হয় যাকে আমরা বলে থাকি DTP.
এখানে আপনারা যেকোনো রেজুলেশনে নিজের প্রয়োজনমতো মাপে যেকোনো ধরনের ডিজাইন করতে পারি, মূলত এটি একটি Adobe কোম্পানির সফটওয়্যার এই সফটওয়্যার এর বিভিন্ন ভার্সন আছে ঠিক যেমন অ্যাডোব ফটোশপে বিভিন্ন ভার্সন পাওয়া যায় তেমনি বিভিন্ন ভার্সন পাওয়া যায় । যার কম্পিউটারে যেমন কনফিগারেশন সেই অনুযায়ী সফটওয়্যারটিকে চয়েজ করে নিয়ে কম্পিউটারে ইন্সটল করতে হয়।
সফটওয়্যার টি ওপেন করলে মূলত এর উপরের দিকে পাওয়া যায় মেনুবার, এবং বামদিকে পাওয়া যায় টুলবক্স, ডানদিকে পাওয়া যায় কালার বক্স, এবং সর্বশেষ নিচের দিকে পাওয়া যায় কন্ট্রোল প্যানেল। সমস্ত কিছু মিলিয়ে কাজটি টি সম্পূর্ণ করতে হয়।
আপনি যখন একটি ওপেন করবেন এর মধ্যে কোন পেজ পাওয়া যায় না , কাজ করার জন্য আপনাকে ফাইলে গিয়ে নিউ ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে এই উইন্ডোর মধ্যে আপনি যে কাজ করবেন সেই অনুযায়ী ইঞ্চির আকারে বা সেন্টিমিটারের মাপে পেজ সিলেক্ট করে তারপর যদি Ok করেন একটি পেজ পাবেন। পেজ টি যখন ওপেন হবে আপনারা দেখবেন পেজের চারপাশ দিয়ে দুটো বর্ডার পুরো পেজটা কে ঘিরে রেখেছে , এই বর্ডার টা মূলত থাকে পেইজের মার্জিন হিসেবে । আপনি যে কাজ করবেন এই মার্জিন এর মধ্যেই আপনাকে করতে হবে।

COMMENTS