Microsoft Excel Tool all tools introduction in bengali
Microsoft Excel Tool all tools introduction in bengali
আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এ যখন কোন কাজ করব সেই কাজটি করার আগে সেল টিকে আগে সিলেট করে নিতে হবে ,তা না হলে টুলস ব্যবহার করতে পারবোনা। নিচে টুলস গুলির নামসহ করে আলোচনা করা হলো-
Font:-এর কাজ হলো
আমরা
যখন
কোন
কিছু
লিখব
সে
লেখাগুলির স্টাইল
পরিবর্তন করা।
Font size:- এর সাহায্যে প্রয়োজনীয় লেখাগুলিকে ছোট
কিংবা
বড়
করা
যেতে
পারে।
Increase font size:- লেখাগুলিকে বড়
করা
যায়।
Decrease font size:- লেখাগুলো কে
ছোট
করা
যায়।
Bold:- প্রয়োজনীয় লেখা
সিলেক্ট করে
তাকে
মোটা
করা
যায়।
Italic:- প্রয়োজন এর
লেখা
সিলেক্ট করে
তাকে
বাঁকানো যায়।
Underline:- নির্দিষ্ট কোন
একটি
লেখা
সিলেট
করে
তা
নিচে
দাগ
দেওয়া
যায়।
Bottom Border:- লেখা চারপাশ দিয়ে নিজের প্রয়োজন মত যেকোন ধরনের বর্ডার দেওয়া যায়।
Fill color:- নির্দিষ্ট কোন
লেখাকে
সিলেট
করে
তাকে
আলাদা
রং
করে
দেখানো
যায়।
Text color:- এখান
থেকে
যে
কোন
লেখাকে
রং
করা
যায়।
Align text left:- কোন
লেখার
বাঁদিকে সমান
রাখা
যায়।
Center:- কোন
লেখাকে
পেজের
মাঝখানে থেকে
লেখা
যায়
বা
আনা
যায়।
Align text right:- কোন
লেখার
ডান
দিক
সমান
করা
যায়।
Merge & Center:- অনেকগুলো সেল এরমধ্যে যদি কিছু সেল এক করার প্রয়োজন হয় সেই সেল গুলোকে সিলেক্ট করে Merge & Center এ ক্লিক করলে সমস্ত ছেলেগুলি একটি সেল এ রুপান্তরিত হবে।
Nice
উত্তরমুছুন