Microsoft Power Point all tools introduction in bengali
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এ যখন কোন কাজ করব সেই কাজটি করার আগে লেখাটিকে আগে সিলেট করে নিতে
হবে ,তা না হলে টুলস ব্যবহার করতে পারবোনা । নিচে টুলস গুলির নামসহ আলোচনা করা হলো-
Font:-এর কাজ হলো আমরা যখন কোন কিছু লিখব সে লেখাগুলির স্টাইল পরিবর্তন করা।
Font size:- এর সাহায্যে প্রয়োজনীয় লেখাগুলিকে ছোট কিংবা বড় করা যেতে পারে।
Increase font size:- লেখাগুলিকে বড় করা যায়।
Decrease font:- লেখাগুলো কে ছোট করা যায়।
Bold:- প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে তাকে মোটা করা যায়।
Italic:- প্রয়োজন এর লেখা সিলেক্ট করে তাকে বাঁকানো যায়।
Underline:- নির্দিষ্ট কোন একটি লেখা সিলেট করে তা নিচে দাগ দেওয়া যায়।
Strike through:- লেখার মধ্যে কোন অংশ ভুল হলে তাকে দাগ টেনে ভুল দেখানো যায়।
Taxt Shadow:- কোন কিছু
লেখার
পর
তার
পাশ
দিয়ে
একটা
হালকা
শ্যাডো
দেওয়া
যায়।
Character Spaching :- আমরা যখন কিছু
লিখি
সেই
লেখার
প্রতিটি অক্ষরের মধ্যে
যে
ফাঁকা
জায়গা
থাকে
তার
দূরত্ব
বাড়ানো কমানো
যায়।
Change Chase:- লেখার সময়
ভুল
করে
সব
ছোট
হাতের
কিংবা
বড়
হাতের
যদি
লিখে
ফেলি
সেটিকে
না
মুছে
এর
সাহায্যে ঠিক
করা
যায়।
Text highlight color:- নির্দিষ্ট কোন লেখাকে সিলেট করে তাকে আলাদা রং করে দেখানো যায়।
Text color:- এখান থেকে যে কোন লেখাকে রং করা যায়।
Align text left:- কোন লেখার বাঁদিকে সমান রাখা যায়।
Center:- কোন লেখাকে পেজের মাঝখানে থেকে লেখা যায় বা আনা যায়।
Align text right:- কোন লেখার ডান দিক সমান করা যায়।
Justify:- লেখার দুপাশ সমান করা যায়।
Bullets:- কোন লেখাকে প্যারাগ্রাফ অনুযায়ী তার আগে একটি করে চিহ্ন আনা যায় বা ব্যবহার করা যায়।
Numbering:- প্যারাগ্রাফ অনুযায়ী নিজের প্রয়োজন মত যেকোনো ধরনের নাম্বার অথবা এবিসিডি অথবা ইতালিয়ান রোমান হরফ দিয়ে প্যারাগ্রাফ সাজানো যায়।
Line spacing:- লেখার দুটি লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তার দূরত্ব বাড়ানো কমানো যায়।
Shading:- কোন নির্দিষ্ট সিলেট করা লেখার পিছনে আলাদা করে রং করা যায়।
Columns:- কোন কিছু লিখে সেই লেখাটিকে ঠিক রেখে তার মাঝখান থেকে বা যেকোন জায়গা থেকে তাকে আলাদা আলাদা করে ভাগ করা যায়।
Valo laglo
উত্তরমুছুন