Railway exam bengali question paper with answer 2020-21
Railway exam bengali question paper with answer 2020-21
1) ২০০৬ সালে কোন কোন বাঙালি অর্জুন পুরস্কার পান ?
** দোলা বন্দ্যোপাধ্যায় সৌম্যদীপ রায় সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ।
2) সৌরজগতের বামন গ্রহ কোনটি ? ** প্লুটো ।
3) ইন্ডিয়ান সামা রস বইটি কার লেখা ? ** জন রাইট ।
4) ২০০৭ সালে রঞ্জি ট্রফি জয়ী হয় কোন দল ?
** চ্যাম্পিয়ন - মুম্বাই । রানার্স - বাংলা ।
5) রাশিয়ার রাষ্ট্রপতির ভ্লাদিমির পুতিন এর কার্যকাল কবে সমাপ্ত হয় ? ** ২০০৮ সালে ।
6) উতাল হাওয়ার লেখক কে ? ** তসলিমা নাসরিন ।
7) জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেন ? ** ইয়ান ফ্লেমিং ।
8) বর্তমানে কোন রাজ্যের আয়তন বড় ? ** রাজস্থান ।
9) বর্তমানে কোন রাজ্যের আয়তন সবথেকে ছোট ? ** গোয়া ।
10) বর্তমানে ভারতের কোন রাজ্যের লোক সংখ্যা বেশি ? ** উত্তর প্রদেশ ।
11) বর্তমানে ভারতের কোন রাজ্যের লোক সংখ্যা সব থেকে কম ? ** সিকিম ।
12) 2006 সালের মিস ইন্ডিয়া কে হয় ? ** নেহা কাপুর ।
13) শিশু শ্রমিক নিয়োগ নিষিদ্ধ হয় কবে থেকে ?
** 10ই আগস্ট 2006 থেকে 14 বছরের নিচে কোন শিশুকে কাজে নিযুক্ত করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা ।
14) সিঙ্গুর আন্দোলন এর প্রধান ভূমিকায় কে ছিলেন ? ** মমতা ব্যানার্জি ।
15) 2006 সালে আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় হয় ? ** কানাডার টরন্টোর ।
16) ভারতীয় জনবসতির ঘনত্ব কোন রাজ্যে সব থেকে বেশি ? ** পশ্চিমবঙ্গ ।
17) ভারতের জনঘনত্ব কোন রাজ্যে সব থেকে কম ? ** অরুণাচল প্রদেশ ।
18) 2006 সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দল ? ** চ্যাম্পিয়ন - ইতালি রানার্স-ফ্রান্স ।
19) প্রথম বাঙালি মহিলা হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন কে ?
** সেনাবাহিনীর ক্যাপ্টেন শিপ্রা মজুমদার 2005 সালে ।
20) The Da Vinci Code উপন্যাসটির লেখক কে ? ** দান ব্রাউন ।
21) মহারাষ্ট্রের কোন জেলায় সর্বপ্রথম বার্ড ফ্লুর নমুনা পাওয়া যায় ? ** নন্দূর বার ।
22) 2006 সালে সাহিত্যে শিরোমনি সম্মান পুরস্কার কে পান ? ** বিশিষ্ট গীতিকার গুলজার ।
23) বিশ্বের সবথেকে বেশি সংখ্যক চলচ্চিত্র কোন দেশে নির্মিত হয় ? ** ভারতে ।
23) বিশ্বে কোন ধর্মের লোক সর্বাধিক ? ** খ্রিস্টান ।
24) দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ? ** ৭ নম্বর জাতীয় সড়ক ।
25) কম্পিউটার নির্মিত অত্যাধুনিক বন্দর কোনটি ? ** নব সেবা বন্দর ।
26) 2006 সালে জার্মানিতে বিশ্বকাপে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল ? ** ৩২ টি দেশ ।
27) 2006 সালে মহারাষ্ট্রে ভূষণ পুরস্কার কে পেয়েছেন ? ** রতন টাটা ।
28) 2006 সালে গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার কে পান ? ** শাবানা আজমি ।
COMMENTS