What is email and how to use it bengali tutorial ইমেল কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন
E-mail হল তথ্য আদান প্রদানের একটি অন্যতম মাধ্যম । ইমেইল পাঠানোর জন্য আপনার নিজস্ব একটি ইমেইল আইডি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি আপনার ইমেইল আইডি টি লগইন করুন আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে। লগইন হয়ে গেলে আপনি আপনার ইমেইল থেকে অন্য যেকোনো ইমেইলে তথ্য আদান প্রদান করতে পারবেন।
ইমেইল পাঠানোর পদ্ধতি:- ইমেইল পাঠাতে গেলে আপনি যাকে পাঠাবেন তার ইমেইল আইডি জানা বাধ্যতামূলক এই আইডি ছাড়া আপনি কাউকে মেইল পাঠাতে পারবেন না। কাউকে মেইল পাঠানোর জন্য বাঁদিকে। +Compose লেখা একটি জায়গার উপরে ক্লিক করলে আপনার সামনে New Message লেখা একটি পেজ আসবে ওখানে-
To:- অর্থাৎ আপনি কাকে মেয়ে পাঠাবেন তার ইমেইল এড্রেস।
Cc:- অর্থাৎ আপনি আগের ব্যক্তির সঙ্গে সঙ্গে আর কাকে কাকে ওই এক ইমেইল পাঠাতে চাইছেন তাদের ঠিকানা।
Subject :- অর্থাৎ আপনি কি বিষয়ে মেইল কি পাঠাচ্ছেন।
Body :- এখানে আপনাকে পূর্ণাঙ্গ বিষয়টিকে লিখতে হবে।
যদি মনে হয় এই মেল এর সঙ্গে কোন ছবি বা ডকুমেন্ট সেক্ষেত্রে নিচের দিকে Attach files এ গিয়ে আপনার যেখানে ফাইলটি সেভ করা আছে সেখান থেকে ওপেন করলেই ফাইলটি অ্যাড হয়ে যাবে। এরপর যদি Send ক্লিক করেন আপনি যাকে মেইল টি পাঠাতে চাইছেন তার কাছে পৌঁছে যাবে।
আপনার কাছে যদি কেউ কোনো মেইল পাঠিয়ে থাকে সেটি দেখার জন্য বাঁদিকে Inbox ক্লিক করলে সমস্ত তথ্য দেখতে পাবেন এবং আপনি কাকে কাকে মেইল করেছেন সেটি দেখার জন্য বাদিকেই Sent এ ক্লিক করলে তার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।
COMMENTS