Primary TET exam preparation is child psychological Answers to psychological questions of the child প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি শিশু মনস্তাত্ত্বি
প্রাইমারি টেট
পরীক্ষার প্রস্তুতি শিশু মনস্তাত্ত্বিক 100%
1. 'Adolescere' কথাটির অর্থ কি ?
বয়সের দিকে এগিয়ে যাওয়া
2. গান্ধিজি বুনিয়াদি শিক্ষা প্রথা কবে চালু করেন ?
১৯৩৭ সালে।
১৯৪২ সালে।
3. ডাইড্যাকটিক উপকরণটি কোথায় ব্যবহৃত হয় ?
-
মন্টেসরি শিক্ষালয়ে।
শিক্ষালয়ে।
4. ICDS-এর পুরানাম কি ?
5. রুশ তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন ?
6. “শিক্ষা হল শিশুর অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ প্রকাশ” —একথা কে বলেছেন ?
7. Cooing কত বয়সে দেখা যায়?
-
সপ্তাহে ।
৬ সপ্তাহে ।
8. গেস্টাল্ট’ শব্দের অর্থ কি ?
উইলিয়াম
9. পিকুনাসের মতে শৈশবের শেষ স্তরের বয়সের সময়সীমা কত ?
10. পূর্বে অর্জিত
অভিজ্ঞতা
যখন
তার
প্রতিরূপের
সাহায্যে
পুনরুত্থাপিত
হয়,
তখন
তাকে কি বলে ?
তাকে কি বলে ?
প্রাণদ্রেক
সংরক্ষন
দ্রেক
11. প্রত্যভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল ?
12. শিশু বিকাশ ব্যাখ্যা
করার
জন্য
কে
ইকোলজিক্যাল
থিওরি’ প্রনয়ন
করেন ?
13. উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রবণতাকে কি বলা হয় ?
-
প্রেষণা
14. ক্ষণস্থায়ী স্মৃতি কতক্ষন স্থায়ী হয় ?
15. স্মরণ ক্রিয়ার ধাপগুলিকে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সজ্জিত করলে কি পাওয়া যায় ?
-
শিখন >ধারন
>পুনরুদ্ৰেক
>প্ৰত্যভিজ্ঞা
।
16. শিক্ষনের ক্ষেত্রে সাইনেক্টিক্স মডেল’ -এর প্রবক্তা কে ?
প্যাভলভ
17. কোঠারি কমিশন কবে থেকে কাজ শুরু করে ?
18. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
থাস্টোন
19. মুদালিয়ার কমিশন অন্য কি নামে পরিচিত ?
20. বধিরত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

COMMENTS