প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি শিশু মনস্তাত্ত্বিক বিষয়ক a to z প্রশ্ন উত্তর Primary TET Exam Preparation Child Psychological Questions Answers
Primary TET Exam Preparation Child Psychological Questions Answers 2020-2023
প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি শিশু মনস্তাত্ত্বিক বিষয়ক প্রশ্ন উত্তর 2020-2021
যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসেবে আপনারা এই প্রশ্ন এবং উত্তর গুলি মুখস্থ করতে পারেন। বিশেষ করে এগুলি তৈরি করা হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা মাথায় রেখে তবুও এগুলি মুখস্থ করলে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লেগে যাবে কেননা অনেক সময় সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন এসে থাকে।
১) শিক্ষন মডেলের ভিত্তি কে তৈরি করেন ?
উঃ- শিক্ষন মডেলের
ভিত্তি তৈরি করেন Robert
Glaeer
২) “মনবিদ্যা হল আচরনের বিজ্ঞান”- কার উক্তি ?
উঃ- “মনবিদ্যা হল
আচরনের
বিজ্ঞান”-
ওয়াটসন
উক্তি ।
৩) CA বলতে কি বোঝায় ?
উঃ- CA বলতে
Chronological Age.
বোঝায় ।
৪) Grow factor-এ "V দ্বারা কি চিহ্নিত করা হয় ?
উঃ- Grow factor-এ
"V দ্বারা শব্দের অর্থবোধ
চিহ্নিত করা
হয়
।
৫) স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধিকে কি বলে ?
উঃ- স্বকীয় এবং
অন্তর্জাত
বৃদ্ধিকে
পরিনমন
বলে ।
৬) “আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবনতা”- এই মতের প্রবক্তা কে ?
উঃ-“আগ্রহ এক
ধরনের
গতিশীল
মানসিক
প্রবনতা”-
এই
মতের
প্রবক্তা
ড্রিভার ।
৭) “বিশেস কোন কাজের প্রতি ব্যক্তির যে প্রবণতা, তাই হল অনুরাগ”- এই মতবাদের প্রবক্তা কে ?
উঃ- এই মতবাদের
প্রবক্তা
মনবিদ লাভ ।
৮) বংশগতি কি দ্বারা নির্ধারিত হয় ?
উঃ- বংশগতি জিন দ্বারা নির্ধারিত
হয়
।
৯) হরমনের অতিক্ষরণে কোন রোগ হয়
?
উঃ- হরমনের অতিক্ষরণে
অ্যাক্রোমিক্রিয়া
রোগ
হয় ।
১০) পিয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষনের প্রবণতাকে কি বলা হয় ?
উঃ-
পিয়াজের
মতে
প্রাণীর
আত্মসংরক্ষনের
প্রবণতাকে
আত্তীকরণ
বলা হয় ।
১১) বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে Intellect CAVD' . কে প্রবর্তন করেন ?
উঃ- বুদ্ধি পরিমাপের
ক্ষেত্রে
Intellect CAVD' প্রবর্তন করেন
থর্নডাইক ।
১২) মনবিদ ক্যারল কত প্রকার জ্ঞানমূলক উপাদান শনাক্ত করেছেন ?
উঃ- মনবিদ ক্যারল
দশ
প্রকার জ্ঞানমূলক উপাদান
শনাক্ত
করেছেন ।
১৩) Learning
disability বিষয়ে প্রথম অভিমত ব্যক্ত করেন কে?
উঃ- Learning disability বিষয়ে
প্রথম
অভিমত
ব্যক্ত
করেন
ক্রিক ।
১৪) cwSN-এর পুর কথাটি কি ?
উঃ- cwSN-এর পুর কথাটি
Children with Special Need.
১৫) অতি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বুদ্ধ্যঙ্ক কত ?
উঃ- অতি উন্নত
বুদ্ধিসম্পন্ন
শিশুদের
বুদ্ধ্যঙ্ক
১৪১-১৪ ৯।
১৬) অনু শিক্ষনের প্রবক্তা কে ?
উঃ- অনু শিক্ষনের
প্রবক্তা
বুচ এবং অ্যালেন
।
১৭) শিখনের প্রথম স্তর কোনটি ?
উঃ- শিখনের প্রথম
স্তর
ধারন ।
১৮) ভ্রান্ত প্রত্যক্ষণ কিসের ভুল ব্যাখ্যা ?
উঃ- ভ্রান্ত প্রত্যক্ষণ
সংবেদনের
ভুল ব্যাখ্যা ।
১৯) মানুষ আঁকা অভীক্ষার উদ্ভাবকের নাম কি ?
উঃ- মানুষ আঁকা অভীক্ষার
উদ্ভাবকের
নাম
গুডেনাফ
।
২০) আত্মবাদী পর্যবেক্ষণ বা আত্ম পর্যবেক্ষণকে কি নামে অভিহিত করা হয় ?
উঃ- আত্মবাদী পর্যবেক্ষণ
বা
আত্ম
পর্যবেক্ষণকে
অন্তদর্শন
নামে
অভিহিত
করা
হয় ।
২১) Appreciation Lesson বলতে আমরা কি বুঝি ?
উঃ- Appreciation Lesson বলতে
আমরা বুঝি
মিউজিক এবং কবিতা ।
২২) যদি কোন শিশুর বয়স ১০, মানসিক পরিণতি ৮ বছর হয়, তাহলে তার বুদ্ধ্যাঙ্ক কত হবে ?
উঃ- যদি কোন শিশুর বয়স ১০, মানসিক পরিণতি ৮ বছর হয়, তাহলে তার বুদ্ধ্যাঙ্ক ৮০ হবে ।
২৩) কোন সময়কালকে ‘নির্ভরশীলতা হ্রাসের বয়স ?
উঃ-‘নির্ভরশীলতা হ্রাসের
বয়স কৈশরকাল কে ।
২৪) শিক্ষনের ত্রি-মেরু পদ্ধতি বলতে কি বোঝায় ?
উঃ- শিক্ষনের ত্রি-মেরু
পদ্ধতি
বলতে পরিবেশকে বোঝায় ।
২৫) learning and
Abilities' গ্রন্থের লেখক কে ?
উঃ- learning and Abilities' গ্রন্থের
লেখক
ক্রাজমেয়ার এবং
রিশল
।
২৬) শিক্ষা বিষয়ক রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয় ?
উঃ- শিক্ষা বিষয়ক
রামমূর্তি
কমিটি
গঠিত
হয়
১৯৯০ সালে ।
২৭) গনিত শিখনের ক্ষেত্রে কোন দুর্বলতাটি দেখা যায় ?
উঃ- গনিত শিখনের
ক্ষেত্রে
Dyscalculia. দুর্বলতাটি দেখা যায়
।
২৮) শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞানচর্চার প্রসারের জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থাটির নাম কি ?
উঃ- শিক্ষা, কৃষ্টি
ও
বিজ্ঞানচর্চার
প্রসারের
জন্য
গঠিত
আন্তর্জাতিক
সংস্থাটির
নাম
ইউনেস্কো (UNESCO)।
২৯) ‘Intellect Model'-এর গঠন সম্পর্কে সর্বপ্রথম ধারনা কে দেন ?
উঃ- ‘Intellect Model'-এর
গঠন
সম্পর্কে
সর্বপ্রথম
ধারনা
দেন জে পি
গিল
ফোর্ড
।
৩০) কোন প্রাচীন এবং অধিক ব্যবহৃত বুদ্ধি অভীক্ষা যা প্রাথমিকভাবে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রনয়ন করা হলেও পরে বয়স্ক ক্ষেত্রেও ব্যবহার করা হয় ?
উঃ- স্ট্যান্ডফোর্ড-বিনে
ইন্টেলিজেন্স
টেস্ট
পরে বয়স্ক ক্ষেত্রেও ব্যবহার
করা
হয় ।
৩১) শিশুর বিকাশ প্রক্রিয়াটি কোন দশায় শুরু হয় ?
উঃ- শিশুর বিকাশ
প্রক্রিয়াটি
জ্বণজ
দশা
(embryonic stage) দশায় শুরু হয় ।
৩২) পরিবেশের প্রভাবে প্রাণী যে প্রক্রিয়ার নতুন অভিজ্ঞতাগুল কে গ্রহন করে থাকে তাকে কি বলে ?
উঃ- পরিবেশের প্রভাবে
প্রাণী
যে
প্রক্রিয়ার
নতুন
অভিজ্ঞতাগুল
কে গ্রহন করে থাকে তাকে
উপযজন
বলে
৩৩) থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তার জন্য শিশুর দেহে কোন রোগে হয় ?
উঃ- থাইরয়েড গ্রন্থির
স্বল্প
সক্রিয়তার
জন্য
শিশুর
দেহে
গ্রেভের ব্যাধি
হয় ।
৩৪) লিখতে না পারার সঙ্গে পাঠোদ্ধার না করতে পারা হাতের লেখা কিসের লক্ষণ ?
উঃ- লিখতে না পারার
সঙ্গে
পাঠোদ্ধার
না
করতে
পারা
হাতের
লেখা
ডিসগ্রাফিয়া।
৩৫) নৈতিক বিকাশ ক্ষোভিক বিকাশের উপর নির্ভরশীল নয়, প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল একথা কে বলেছেন ?
উঃ- একথা বলেছেন কোহলবার্গ ।
৩৬) ব্ল্যাকবোর্ড এর গুরুত্বপূর্ণ বিষয়ের নীচে দাগ দেওয়া কি ধরনের ফোকাসিং ?
উঃ- ব্ল্যাকবোর্ড এর গুরুত্বপূর্ণ বিষয়ের
নীচে
দাগ
দেওয়া
গেসচুয়াল ফোকাসিং
।
৩৭) স্কিনারের মতে আচরন কত ধরনের ?
উঃ- স্কিনারের মতে
আচরন
দুই ধরনের।
৩৮) শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা কে ?
উঃ- শিখনের প্রচেষ্টা
ও
ভুলের
তত্ত্বটির
প্রবক্তা
থর্নডাইক।
৩৯) শিশুর মধ্যে সমাজ চেতনা শুরু হয় কত বছর বয়স থেকে ?
উঃ- শিশুর মধ্যে সমাজ চেতনা শুরু হয় দুই বছর বয়স থেকে।
৪০) “Abilities of Man” নামক গ্রন্থটির লেখক কে ?
উঃ- “Abilities of Man” নামক
গ্রন্থটির
লেখক
স্পিয়ারম্যান ।
৪১) স্কিনার তার কার্যকরী অবস্থার পরিবর্তন কোন প্রাণীর উপর করেন ?
উঃ- স্কিনার তার
কার্যকরী
অবস্থার
পরিবর্তন
পায়রা
উপর করেন ।
৪২) ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটিকে কি বলা হয় ?
উঃ- ব্রেইল পদ্ধতিতে
লেখার
কলমটিকে
স্টাইলাস
বলা
হয় ।
৪৩) ভারতে হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম কি ছিল ?
উঃ- ভারতে হাতের
আঙ্গুল
সঞ্চালনমূলক
পদ্ধতির
নাম
কারাপল্লবী ।
৪৪) বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?
উঃ- বুদ্ধির একক
উপাদান
তত্ত্বের
প্রবক্তা
আলফ্রেড বিনে।
৪৫) জন্মের সময় সাধারণত একটি শিশুর দেহের দৈর্ঘ্য কত থাকে ?
উঃ- জন্মের সময়
সাধারণত
একটি শিশুর দেহের দৈর্ঘ্য ২০
ইঞ্চি
থাকে ।
৪৬) ভারতীয় সংবিধানের কোন নির্দেশাত্মক নীতির ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে
উঃ- ৪৫ নং
ধারায়
সর্বজনীন প্রাথমিক শিক্ষার
কথা
বলা
হয়েছে।
৪৭) পশ্চিমবঙ্গে শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয় ?
উঃ-পশ্চিমবঙ্গে শিক্ষার
অধিকার
আইন কার্যকরী হয়
২০১০ সালে ।
৪৮) কিন্ডারগার্টেনের প্রবর্তক কে ?
উঃ- কিন্ডারগার্টেনের
প্রবর্তক
ফ্রয়েবেল ।
৪৯) শ্রীনিকেতনে ‘শিক্ষাসত্র কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- শ্রীনিকেতনে ‘শিক্ষাসত্র
রবীন্দ্রনাথ
ঠাকুর
প্রতিষ্ঠা করেন ।
৫০) কম্পন ও স্পর্শ পদ্ধতি কে প্রবর্তন করেন ?
উঃ- কেটি অ্যালকর্ণ ও সোফিয়া অ্যালকর্ণ ।
COMMENTS