সাধারণ নলেজ রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার প্রশ্নের উত্তর Answers to Group D post examination questions of General Knowledge Railway
সাধারণ নলেজ রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার প্রশ্নের উত্তর
Answers to Group D post examination questions of General Knowledge Railway
Group D post examination
1). (সম্মিলিত জাতিপুঞ্জ) খাদ্য ও কৃষিসংস্থা প্রতি বছর ৫ই ডিসেম্বর - কী দিন হিসাবে পালন করে ?
Ans❤❤ ৫ই ডিসেম্বর বিশ্ব ভূমি দিবস হিসাবে পালন করে।
2). "ভালোবাসার আপেল " নামে পরিচিত কোন ফল ?
Ans❤❤ টমেট "ভালোবাসার আপেল " নামে পরিচিত।
3). “রয়াল এনফিল্ড” ভারতীয় শাখার হেড কোয়াটার কোথায় (বাইক কোম্পানির)?
Ans❤❤ রয়াল এনফিল্ড ভারতীয় শাখার হেড কোয়াটার চেন্নাই।
4), কোন নদীর উপর অবস্থিত তিলাইয়া বাঁধ ?
Ans❤❤ বরাকর নদীর উপর অবস্থিত তিলাইয়া বাঁধ।
5). কোন রাজ্যের প্রচলিত নৃত্য নংক্ৰেম?
Ans❤❤ মেঘালয় রাজ্যের প্রচলিত নৃত্য নংক্ৰেম।
6). কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় ?
Ans❤❤ অ্যালান টুরিং- কে বলা হয়।
7). সকলোত্তর পথনাথ উপাধি কে পান ?
Ans❤❤ হর্ষবর্ধন এই উপাধি পান।
8). জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন ?
Ans❤❤ ফিরোজ শাহ তুঘলক এর সভাকবি ছিলেন।
9), ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans❤❤ ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
10), ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করে ?
Ans❤❤ ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠা করে শিশিরচন্দ্র বসু।
11). কোন স্থান ভারতের চুরুটের জন্য বিখ্যাত ?
Ans❤❤ ভারতের চুরুটের জন্য বিখ্যাত ডিল্ডিগুল।
12). কত সালে ইন্ডিয়ান ইউনিভা র্সিটি অ্যাক্ট চালু করা হয়?
Ans❤❤ ১৯০৪ সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়।
13). কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট ?
Ans❤❤ অস্ট্রেলিয়া জাতীয় খেলা ক্রিকেট।
14). পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী দেশের নাম কি?
Ans❤❤ পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী মেক্সিকো।
15). কোন জায়গায় (UN0)মানে জাতিসংঘ - এর সদর দপ্তর আবথিত?
Ans❤❤ নিউ ইয়র্ক জাতিসংঘ সংস্থা - এর সদর দপ্তর।
16). নোবেল পুরস্কার ১৯০১ সালে কোন বিভাগে দেওয়া হয়নি ?
Ans❤❤ অর্থনীতি নোবেল পুরস্কার ১৯০১ সালে দেওয়া হয়নি।
17), বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র 'গান্ধী' পরিচালনা করেছিলেন কে ?
Ans❤❤ রিচার্ড এটেনবুরো ।
18). পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি কথয় অবস্থিত?
Ans❤❤ কলকাতা অবস্থিত।
19). কে 'খালসা' প্রবর্তন করেন ?
Ans❤❤ গুরু গোবিন্দ সিংহ, 'খালসা' প্রবর্তন করেন।
20). লেখক কে “I do what I do” বইটির?
Ans❤❤ রঘুরাম জি রাজন।
21). হ্যাকিং প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ(ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর) ?
Ans❤❤ অষ্ট্রেলিয়া সর্বপ্রথম সামরিক সাইবার বিভাজন গড়ে তুলে ছিল।
22). সিকিম কবে ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয় ?
Ans❤❤ ১৯৭৫ খ্রিস্টাব্দে full-fledged রাজ্য ঘোষিত হয়।
23). Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয় কোথা থেকে ?
Ans❤❤ সুইডেন – থেকে।
24). বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় কোন দিনে?
Ans❤❤ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
25). "মাঞ্জা" - ঘুড়ি ওড়ানোর সুতোয় দেওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে?
Ans❤❤ ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল ।
26). ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল ?
Ans❤❤ রাওয়ালপিন্ডি।
27), মুখ্যমন্ত্রীর পদে সবচেয়ে বেশিদিন ছিলেন কোন ভারতীয় মহিলা ?
Ans❤❤ মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত।
28). আমির খান প্রথম কোন চলচিত্র পরিচালনা করেছিলেন ?
Ans❤❤ তারে জামিন পর চলচিত্র পরিচালনা করেছিলেন।
29), এ. পি. জে. আব্দুল কালামের কোড নাম কি ছিল ?
Ans❤❤ পৃথ্বীরাজ ছিল এ. পি. জে. আব্দুল কালামের কোড নাম।
30). মোহিনিয়াট্টাম নাচটি কোন ভগবান কে উৎসর্গ করা হয় ?
Ans❤❤ ভগবান বিষ্ণু কে উৎসর্গ করা হয়।
31). "রেডিও সেইলোন" - এর জকি ছিলেন কোন প্রাক্তন বলিউড(BOLLYWOOD) অভিনেতা?
Ans❤❤ সুনীল দত্ত "রেডিও সেইলোন" - এর জকি ছিলেন।
32), পশ্চিমতম রাজ্য হল আলাস্কা -আমেরিকা যুক্তরাষ্ট্রের তাহোলে পূর্বতম রাজ্য কোনটি ?
Ans❤❤আলাঙ্কা।
33). নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেওয়া হয় ?
Ans❤❤ অসলো শহর থেকে দেওয়া হয়।
34), "রাইডার কাপ" কোন খেলার সাথে যুক্ত ?
Ans❤❤গল্ফ খেলার সাথে যুক্ত।
35). ওয়াটারলু কোথায় ?
Ans❤❤ ওয়াটারলু বেলজিয়ামএ।
36). "পোস্ট অফিস" বইটির লেখক কে ?
Ans❤❤রবীন্দ্রনাথ ঠাকুর
37). কোথায় অবস্থিত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency)?
Ans❤❤ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ভিয়েনা- অবস্থিত।
38). কে- "নাথুরাম গডসে” –নিয়ে রচনা করে ছিলেন “দ্য স্টোরি অফ এ অ্যাসাসিন" বইটির লেখক ?
Ans❤❤ অনুপ অশোক সরদেশাই ।
39). "জেমস বন্ড' চরিত্রটি কার সৃষ্ট ?
Ans❤❤ ইয়ান ফ্লেমিং এর সৃষ্ট।
40). 'পোট্রেট ফ্রাঙ্কোয়েস' শিল্পটির সৃষ্টিকর্তা কে?
Ans❤❤ পাবলো পিকাসো 'পোট্রেট ফ্রাঙ্কোয়েস' শিল্পটির সৃষ্টিকর্তা।
41). ভারতের প্রথম ৫ ষ্টার ডিলাক্স হোটেল কোনটি ?
Ans❤❤ অশোক হোটেল ( দিল্লি)
42). A Brief History of Time' বইটির লেখক কে?
Ans❤❤ স্টিফেন হকিং।
43). কোন বছরে রবার্ট এডউইন পেয়ারি উত্তর মেরু পৌঁছানোর প্রথম ব্যক্তির কৃতিত্ব অর্জন করেছিলেন?
Ans❤❤ ১৯০৯ সালে প্রথম ব্যক্তির কৃতিত্ব অর্জন করেছিলেন।
44). “গ্রীষ্মকালীন অলিম্পিক” দুইবার আয়জন করেছিল প্রথম কোন শহর ?
Ans❤❤ দুইবার প্যারিস অলিম্পিক আয়জন করেছিল।
45). কোন বছর প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ?
Ans❤❤ ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে।
46). আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রর্বতক কে?
Ans❤❤ ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রর্বতক।
47).একদিন দিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ?
Ans❤❤ একদিন দিনের জন্য জগদম্বিকা পাল মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
48). সৌর জগতের উচ্চতম পর্বত কোনটি ?
Ans❤❤ অলিপাস মন্স সৌর জগতের উচ্চতম পর্বত।
49). সমুদ্রের নীচে একটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত পৃথিবীর কোন দেশদুটি ?
Ans❤❤ ইংল্যান্ড এবং ফ্রান্স
50).মারুতি গাড়ির মূলত কোন প্রযুক্তি ব্যবহার করে ?
Ans❤❤ জাপানি প্রযুক্তি ব্যবহার করে।
COMMENTS