হাইপারলিংক কি ? এবং কিভাবে করতে হয় What is a hyperlink? And how to do it.
হাইপারলিংক কি ? এবং কিভাবে করতে হয় What is a hyperlink? And how to do it
মূলত
হাইপারলিংক করা হয় দুটি ফাইলের মধ্যে লিঙ্ক করানোর জন্য। হাইপারলিংক করে কাজ করার
মূল উদ্দেশ্য একটি ফাইল এর সঙ্গে আরেকটি ফাইল একইসঙ্গে ওপেন করে কাজ করা যায় খুবই
সহজে। মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল আপনি যেকোন জায়গায়
এই একই নিয়মে হাইপারলিংক করে কাজ করতে পারবেন। এখানে যে পদ্ধতি দেখাবো সেটি সাধারণত
মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর কিন্তু এটি এক্সেল এর ক্ষেত্রেও প্রযোজ্য।
প্রথমে
microsoft-office ওপেন করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি বের করুন-এবার এখানে যেকোনো কিছু
লিখে আপনারা কাজটি সম্পন্ন করতে পারেন কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সহজ
পদ্ধতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব।
প্রথমে এখানে একটি প্রশ্ন লিখলাম যেমন- WHAT IS YOUR NAME প্রশ্নটি লিখে সেটি কে FILE এ গিয়ে SAVE এ ক্লিক করে FILE NAME এ যে কোন
একটি
নাম লিখে সেভ করতে হবে । (নামটিকে মনে
রাখতে হবে) প্রথম পেজের কাজ হয়ে গেল। এবারে দ্বিটিও পেজের কাজ করার
জন্যা পুনরায় FILE এ গিয়ে NEW থেকে BLANK DUCUMENT ক্লিক
করে CREAT করলে একটি নতুন পেজ
আসবে, তার মদ্যে যে প্রশ্নটি লিখেছিলাম তার উত্তর
লিখতে হবে,
যেমন- MY NAME IS...............।(যা
খুশি)
এটি কে আবার অন্য একটি নাম লিখে SAVE করতে হবে আগের
ফাইল এর মত করে ।এবার যে লেখাটি স্কিনে থাকবে (এখানে
যেমন MY NAME IS...............
আছে) সেটিকে সিলেক্ট করে INSERT থেকে HYPERLINK এ ক্লিক
করলে একটি নতুন উইন্ডো আসবে সেখান থেকে যে নামে প্রথমে SAVE করেছিলাম সেই
নামটি ক্লিক করে OK করতে হবে । এবারে কী বোর্ড থেকে CTRL (কন্ট্রোল) চেপে ধরে মাউস দিয়ে লেখার উপর ক্লিক করতে হবে
। ক্লিক করলে প্রশ্নটি পাওয়া যাবে ।
এই প্রশ্নটি আবার সিলেক্ট
করে INSERT থেকে HYPERLINK এ ক্লিক করে দ্বিতীয় বার যে নামে SAVE করে ছিলাম সেটিকে নিয়ে ক্লিক করার পর OK । এবার আবার পুনরায় KEY BORD থেকে CTRL চেপে ধরে মাউস দিয়ে লেখার উপর
ক্লিক করলে প্রশ্ন এবং উত্তর পর পর একই সঙ্গে পাওয়া
যাবে ।
COMMENTS