Learn English grammar easily সহজ করে ইংরেজি গ্রামার শিখুন
Learn English grammar easily
সহজ করে ইংরেজি গ্রামার শিখুন
JOINING ( COMPOUND ) CUMULATIVE CONJUNCTION
1.
AND = সাধারন বাক্যের ক্ষেত্রে
2.
AS WELL
AS = দুটি বাক্যে একই
সাবজেক্ট / কর্তার দুটি ভিন্ন কাজ বা গুনের উল্লেখ থাকলে।
3.
NOT ONLY..…BUT ALSO
= দুটি বাক্যের একই অবস্থানে থাকা দুটি শব্দ বা শব্দ সমষ্টিকে জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহৃত হয়।(Rule: দুটি বাক্যের মধ্যে মিল অংশ টুকু
লিখতে হবে। তারপর NOT ONLY লিখে প্রথম বাক্যের বাকি অংশ, BUT ALSO লিখে দ্বিতীয় বাক্যের বাকি অংশ লিখতে হবে)
Ø ALTERNATIVE CONJUNCTION
1.
EITHER
… OR = দুটি বাক্যের মধ্যে মিল অংশ টুকু লিখতে হবে। তারপর EITHER লিখে
প্রথম বাক্যের বাকি অংশ, OR লিখে দ্বিতীয় বাক্যের বাকি অংশ লিখতে হবে।
2. NEITHER…NOR = NOT
তুলতে হবে। দুটি বাক্যের মধ্যে মিল অংশ টুকু লিখতে হবে। তারপর NEITHER লিখে
প্রথম বাক্যের বাকি অংশ, NOR লিখে দ্বিতীয় বাক্যের বাকি অংশ লিখতে হবে।
Ø ADVERSATIVE CONJUNCTION
1.
BUT/STILL/
YET= দুটি বাক্যের মধ্যে বিপরীত বিষয় থাকলে।
Ø ILLATIVE CONJUNCTION
1.
SO
= দুটি বাক্যের মধ্যে কারন / ফলাফলের
সম্পর্ক থাকলে
2.
THERFORE
= দুটি বাক্যের মধ্যে কারন / ফলাফলের
সম্পর্ক থাকলে
3. FOR = দুটি বাক্যের মধ্যে কারন / ফলাফলের সম্পর্ক থাকলে
SPLITTING
একটি বাক্য কে দুই বা তার বেশি বাক্য ভাঙ্গাকে SPLITTING বলে। ভাঙ্গা প্রতিটি বাক্যকে সরল বাক্য হতে হবে।প্রতিটি বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে এবং ক্রিয়াপদ যথাযথ রূপে লিখতে হবে।
‘WH’-
QUESTION FORMATION
Rule: WH+ AUX + SUB+ VERB+ …..…?
AUX না থাকলে DO/ DID/ DOES আনতে হবে।
TRANSFORMATION
OF SENTENCE
1. Too…to = So… that: ‘too’ এর স্থানে 'so' বসে, 'to' এর স্থানে 'that' বসে। That এরপরে Subject + cannot/ could not আনতে
হবে। তারপর বাকি অংশঅপরিবর্তিত ভাবে বসবে। EX: He is too lazy to work. Ans:
He is so lazy that he cannot work.
2. NOT ONLY..…BUT
ALSO : দুটি বাক্যের একই অবস্থানে থাকা দুটি শব্দ বা শব্দ সমষ্টি কে জোর দিয়ে
বোঝানোর জন্য ব্যবহৃত হয়।(Rule: দুটি বাক্যের মধ্যে
মিল অংশ টুকু লিখতে হবে। তারপর NOT ONLY লিখে প্রথম বাক্যের
বাকি অংশ, BUT ALSO লিখে দ্বিতীয় বাক্যের
বাকি অংশ লিখতে হবে) EX: He is wise. He is
brave. Ans: He is not only wise but also
brave.
3.
BUT = HELP (OMIT
‘HELP’): বাক্যে অবস্থিত BUT এর পরিবর্তে Help হবে।এর পরে অবস্থিত verb এরসাথে -ingযুক্ত হবে।বাক্যের
অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।EX: He cannot but weep. ANS: He cannot help
weeping.
4.
ONLY =NONE BUT/
NOTHING BUT: বাক্যে ONLY এর স্থানে NONE BUT/ NOTHING BUT বসবে।বাকি অংশ অপরিবর্তিত থাকে। EX:
Only he can do it. ANS: None but he can do it.
5.
NEGATIVE TO AFFIRMATIVE: বাক্যে অবস্থিত NOT/ NEVER তুলতে হবে।যেকোনো একটি
শব্দ কে বিপরীত করতে হবে। EX: He is not tall. ANS: He is short.
6.
AFFIRMATIVE TO NEGATIVE:বাক্যে NOT/ NEVER আনতেহবে। যেকোনো
একটি শব্দ কে বিপরীত করতে হবে। EX: He is tall. ANS: He is not short.
7. EXCLAMATORY
TO ASSERTIVE: HOW, WHAT, ALAS, HURRAH ইত্যাদি থাকলে তার
পরিবর্তে VERY, GREAT, IT IS SAD THAT বসে। বিস্ময় বোধক চিহ্ন উঠে ফুলস্টপ বসে।
Rule: SUB + AUX + VERY/ GREAT/ IT IS SAD THAT +
ADJECTIVE.
8.
ASSERTIVE TO INTERROGATIVE: NOT না থাকলে আনতে হবে।NOT থাকলে তুলে দিতে হবে।NEVER থাকলে EVER লিখতে হবে। তদ্বিপরীত।(RULE: AUX + SUB+ প্রশ্নের বাকি অংশ?) EX: HE
IS A TEACHER. ANS: IS NOT HE A TEACHER?
9.
INTERROGATIVE TO ASSERTIVE: NOT না থাকলে আনতে হবে। NOT থাকলে তুলে দিতে হবে।NEVER থাকলে EVER লিখতে হবে।তদ্বিপরীত। (RULE: SUB + AUX + VERB+ OBJ ) EX: CAN HE DO THIS?, ANS: HE CAN NOT DO THIS.
10.
INTERCHANGE OF PARTS OF SPEECH:
এর নির্দিষ্টকোনো নিয়ম নেই।বাক্যটিকে ভালো ভাবে পড়ে, তার শব্দ গুলির রূপ এমন ভাবে পরিবর্তনকরতে হবে যাতে বাক্যের মূল অর্থ পরিবর্তন না হয়। EX: HE IS BEAUTIFUL (Noun) ANS: HE HAS BEAUTY.
COMMENTS