পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের পিডিএফ ফর্ম ও পূরণ করার পদ্ধতি PDF form and method of filling up the Lakshi Bhandar project of the Govern
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের পিডিএফ ফর্ম ও পূরণ করার পদ্ধতি PDF form and method of filling up the Lakshi Bhandar project of the Government of West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হতে চলেছে লক্ষীর ভান্ডার প্রকল্প- যেখানে পরিবারের প্রত্যেকটি মা-বোনেরা মাসে মাসে 500 থেকে 1000 টাকা করে মাসিক সাম্মানিক বা হাত হাত খরচের টাকা পেতে চলেছেন।
এই প্রকল্পকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ভাগে ভাগ করেছেন প্রথমটি হলো এসসি ,এসটি ও দ্বিতীয় টি হল সমস্ত জেনারেল মা-বোনেরা।প্রত্যেক বাড়ির এসি মা-বোনেরা বছরে 12 হাজার টাকা করে পাবেন এবং জেনারেল ঘরের মা-বোনেরা বছরে 6 হাজার টাকা করে পাবেন।
কি কি লাগবে এই প্রকল্পের জন্য:-
➽প্রত্যেক মা বোনেদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
➽পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত স্বাস্থ্য সাথী কার্ড।
➽আধার কার্ড ও ভোটার কার্ড।
➽ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
➽1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো
➽খাদ্য সাথী রেশন কার্ড।
➽আর যে মা-বোনেরা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
ফরমটি পূরণ করতে কি কি লিখতে হবে কলাম অনুযায়ী নিম্নে বর্ণনা করাহলো:-
ফর্ম একদম উপরে আপনার একটি পাসপোর্ট মাপের রঙিন ফটো মারবেন ।coloured passport size photograph এর ঘরে।এর নিচে পাবেন পার্সোনাল ডিটেলস এর ঘর ওখানে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার দেবে ।এর নীচের ঘরে স্বাস্থ্য সাথী কার্ড এর নাম্বার লিখবেন।পরের ঘরে আধার নম্বর লিখবেন এবার যার নামে অ্যাপ্লিকেশন করছিলেন তার প্রথম নেম মিডিল নেম লাস্ট নেম লিখবেন।
এবার মোবাইল নাম্বার , যদি কারোর ইমেইল আইডি থেকে থাকে সেটি লিখবেন তার নীচের ঘরে।জেন্ডার এর ঘরে ফিমেল দেওয়াই আছে।
এবারে বাবার নাম মায়ের নাম এবং স্বামীর নাম লিখবেন।আপনি কোন কাস্টের sc.st নাকি অন্য সম্প্রদায়ের সেই ঘরে টিক টিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে নিচে লিখে দেবেন।আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেই ঘরেতে টিক দেবেন।
কন্টাক্ট ডিটেইলস এর ঘরে আপনার পুরো ঠিকানা সঠিকভাবে ফিলাপ করবেন যেমন স্টেট এর ঘরে ওয়েস্টবেঙ্গল লেখাই আছে। এরপর পাবেন ডিসটিক ,পুলিশ স্টেশন ,ব্লক মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ওয়ার্ড নাম্বার, আপনার পরার নাম, বাড়ির নাম্বার ,পোস্ট অফিস ,পিন কোড নাম্বার- ঠিক ঠাক ভাবে ফিলাপ করবেন।
আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন সেটি লিখবেন তার পরের ঘরে। এবং তার ঠিক নিচে পাবেন ব্যাঙ্ক ডিটেলস লেখার জায়গা,ওখানে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার , আইএফসি কোড।তার ঠিক নিচে সঙ্গে আপনি কি কি দিচ্ছেন সেই ঘর গুলিতে টিক চিহ্ন দিয়ে দেবেন।
সবশেষে একনলেজমেন্ট অংশটি আপনাকে ওখান থেকে কেটে আপনাকে রিসিভ হিসেবে দেবে।
COMMENTS