জাতিগত প্রমাণ হিসেবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই সার্টিফিকেট এর মাধ্যমে কে কোন সম্প্রদায়ের মানুষ তা প্রমাণ করা যায়।
SC ST OBC সার্টিফিকেট তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
S.C,OBC করার জন্য কী কী ডকুমেন্ট (কাগজ) প্রয়োজন।
1.) যেকোনো কম্পিউটার দোকান থেকে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে ।
2.) তিন কপি পাসপোর্ট মাপের রঙিন ফটোকপি।
3.) পঞ্চনামা ফর্ম (এই ফর্মে পাঁচজন প্রতিবেশী সাক্ষীর সই করাতে হবে)।
4.) বংশপঞ্জি ফর্ম (বংশে যদি কারোর সার্টিফিকেট থাকে তার প্রমাণ করতে হবে এই ফর্মে)।
5.) যার নামে আবেদন করবেন তার আধার কার্ড, ভোটার কার্ড ,জন্ম সার্টিফিকেট , স্কুল সার্টিফিকেট।
6.) পিতা-মাতার ভোটার কার্ড ,আধার কার্ড এবং যে পাতায় ভোটার লিস্টে নাম আছে সেই পাতা এবং তার প্রথম পাতা।
7.) বংশে যদি কারোর সার্টিফিকেট থাকে তার জেরক্স আর তার সঙ্গে সম্পর্ক প্রমাণ করার জন্য তার যেকোনো একটি ডকুমেন্ট যেমন আধার বা ভোটার কার্ড। সম্পর্ক যদি কয়েক পুরুষ পিছিয়ে যায় সে ক্ষেত্রে তার পিতার ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স দিতে হবে।
8.) জমির দলিল বা পর্চা।
9.) যদি বংশের কারো এসি বা ওবিসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কোর্ট থেকে এপিঠ-ওপিঠ করে আনতে হবে জাতিগত প্রমাণ হিসেবে।
শুধুমাত্র ওবিসি দের ক্ষেত্রে অনেক সময় অর্ডার শীট ফর্ম এর প্রয়োজন হয়। (উপরে দেওয়া বংশপঞ্জি ও পঞ্চনামা ফরম এবং অর্ডার শীট যে কোন বইয়ের দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন) অথবা আমার এই সাইটেই Other সেকশন এর মধ্যে দেওয়া আছে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।
COMMENTS