দশম শ্রেণীর ইতিহাসের কিছু পরীক্ষায় আসার মত প্রশ্ন
দশম শ্রেণীর ইতিহাসের কিছু পরীক্ষায় আসার মত প্রশ্ন
প্রথম অধ্যায়
১.স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়?
অথবা,
আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হয়ে ওঠে?
অথবা,
আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কি?
২.ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি?
৩.আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফার গুরুত্ব লেখো।
৪.স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?
৫. ইতিহাসের গুরুত্ব কি?আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন
৬.নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? ৭.পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? অথবা আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন
৮.সামাজিক ইতিহাস কি? অথবা, নতুন সামাজিক ইতিহাস কি?
৯.ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দের সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
১০.খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন?
১১.সরকারি নথিপত্র বলতে কী বোঝায়?
১২.ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা গুলি উল্লেখ কর।
১৩.ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের অসুবিধা গুলি উল্লেখ কর।
দ্বিতীয় অধ্যায়
১.বাংলার নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
২.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? ৩.নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হত?
ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি ৪.সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো।
৫.মেকলে মিনিট' কী?
৬.সমাজসংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?
৭.নব্যবঙ্গ কাদের বলা হয়। এদের উদ্দেশ্য কী ছিল?
৮.চু্ঁইয়ে পড়া তত্ত্ব/ ক্রমনিম্ন পরিশ্রুত নীতি/ downward Filtration Theory কি ?
৯.ডিরোজিও বিখ্যাত কেন?
অনুরূপ প্রশ্ন : ডিরোজিওকে মনে রাখা হয় কেন?
১০.ভারতে আধুনিক শিক্ষাব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুইটি সুপারিশ উল্লেখ করো।
অথবা, উডের ডেসপ্যাচ কী?
১১.প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি
১২.মধুসূদন গুপ্ত কে ছিলেন?
অথবা, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
১৩.তিন আইন কী?
ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
১৪.গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যাতিক্রমী পত্রিকা ছিল?
১৫.শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন?
১৬.নব্য বেদান্ত কি?
তৃতীয় অধ্যায়
১) নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করে
২) ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
৩) তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
৪) দুদুমিঞা স্মরণীয় কেন?
৫) নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?
৬) বিপ্লব বলতে কী
৭) বারাসাত বিদ্রোহ কী ?
৮) মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
টীকা লেখো
****কোল বিদ্রোহ
১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?
২) নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?
৩) খুঁৎকাঠি প্রথা কী ?
৪) নীল কমিশন কী উদ্দেশ্যে এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
৫) পাইকান জমি ও ডিংখরচা কাকে বলা হয়?
৬) উলগুলান কী?
৭) ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন?
৮) মুন্ডা বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো।
৯) দামিন-ই-কোহ বলতে কী বোঝো?
১০) এলাকা চাষ কী? অনুরূপ প্রশ্ন : এলাকা চাষ বা আবাদি চাষ বলতে কী বোঝো?
১১) কেনারাম ও বেচারাম কী ?
১২) রংপুর বিদ্রোহের কারণ কী ছিল?
১৩) কোল বিদ্রোহের দুটি ফলাফল লেখো।
১৪) তিতুমির কে ছিলেন? তিনি কাদের বিরুদ্ধে কীভাবে সংগ্রাম করেন?
১৫) চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
১৬) পাইক কাদের বলা হয়? পাইকরা চুয়াড়দের সঙ্গে যোগ দিয়েছিলেন কেন?
COMMENTS