মাইক্রোসফট ওয়ার্ড প্যাড কী:- Microsoft WordPad হলো খুবই সাধারণ ডকুমেন্ট তৈরি করার প্রোগ্রাম এর মাধ্যমে আপনি সাধারণ কিছু কাজ করতে পারবেন, উ...
মাইক্রোসফট ওয়ার্ড প্যাড কী:-
Microsoft WordPad হলো খুবই সাধারণ ডকুমেন্ট তৈরি করার প্রোগ্রাম এর মাধ্যমে আপনি সাধারণ কিছু কাজ করতে পারবেন, উপরের দিকে সম্পূর্ণ মেনু গুলো সাজানো আছে সেগুলো কে ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে। এই টুলস গুলোর সাহায্যে লেখার স্টাইল পাল্টানো, লেখা ছোট বড় করা ,লেখা রং, পাল্টানো প্রভৃতি কাজ করতে পারবেন।
পরবর্তী সময় যখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে আলোচনা করব সেখানে এর টুল গুলি আলোচনা করব। কারণ এর টুলস গুলির সঙ্গে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর অনেক টুলস এর মিল আছে।
কিভাবে ওপেন করবেন Microsoft Wordpad :- প্রথমে আপনার Desktop এ যান তারপর Start থেকে Progrms / All Programs থেকে Acessories থেকে WordPad ক্লিক করলে বেরিয়ে আসবে।
COMMENTS