create any docoment file microsoft office word table
create any docoment file microsoft office word table
আমরা যখন কোন ডকুমেন্টস দেখি তখন আমাদের মনে হতেই পারে এগুলো আসলে কি করে তৈরি করা হয় তার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন থাকে ,ছোট বড় করে ঘর করা থাকে ,এগুলো আসলে তৈরি করা হয় টেবিল এর মাধ্যমে।মাইক্রোসফট অফিস ওয়ার্ড(Microsofr-Office-Word) এর টেবিল হল- বিভিন্ন ধরনের কাজের উপযোগী অর্থাৎ ডকুমেন্ট তৈরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ । এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের "ঘর/ছক" তৈরী করতে পারি । কেননা "ঘর/ছক" সাহায্যে বিভিন্ন ডকুমেন্ট এর ভিতরে বিভিন্ন কিছু দেখানোর প্রয়োজন হয়। Table এর সাধারণত অংশ হয়, সেগুলি হল- Cells,Columns,Rows উপরে ছবির আকারে দেখানো আছে ।
Table:-কাজ করার জন্য সম্পূর্ণ যে ঘর টিকে আমরা পাব তাকে একত্রিত ভাবে বলা হয় Table.
Cells:- Table তৈরি করার পরে ভিতরে যে ঘরগুলো পাবো সে গুলোকে বলা হয় Cells.
Columns:- Table এর ভিতর লম্বা লম্বা যে দাগ গুলো থাকে কাকে বলা হয় Columns.
Rows:- Table এর ভেতরে আড়াআড়ি ভাবে অর্থাৎ শোয়ানো যে দা গুলি থাকে কাকে বলা হয় Rows.
➠Table তৈরি করার জন্য ➠Insert থেকে Table ক্লিক করলে ➠Insert Table লেখা একটি ঘর আসবে, ওখান থেকে রো, কলম, এবং সেল অনুযায়ী কাজের জন্য যে কটি ঘরের প্রয়োজন হবে মাউস ক্লিক করলেই ঘরগুলিপেয়ে যাব, আমরা প্রয়োজনীয় লেখাগুলি লিখতে- প্রত্যেকটি ঘরের মধ্যে ক্লিক করে করে লেখাগুলি লিখতে হবে।
আমরা যদি মনে করি পুরো টেবিল হয় মুছে ফেলব সেক্ষেত্রে টেবিলটি সিলেক্ট করে উপরের এ গিয়ে ➠Layout থেকে ➠Delete থেকে ➠Delete Table ক্লিক করতে হবে। এই অপশন থেকে আপনারা আরো কিছু জিনিস পাবেন যেমন Delete Cells একটি ঘর মোছার জন্য, ➠Delete Columns লম্বালম্বি ঘর মোছার জন্য, ➠Delete Rows আড়াআড়ি বা শোয়ানো কোন ঘর মোছার জন্য।
কাজ করার সময় যদি দেখেন Table এর ভেতরে Rows,Columbs,Cells ঘর কম হয়ে গেছে-সে ক্ষেত্রে নতুন করে সে টি-কে নেওয়ার জন্য উপরের -এ গিয়ে Layout ক্লিক করলে আরেকটি মেনু ওপেন হবে ওখানে বিভিন্ন অপশন গুলোর মধ্যে থেকে যে ঘরের প্রয়োজন হবে সেই অনুযায়ী Insert left, Insert above, Insert right, Insert below, প্রকৃতি জায়গা থেকে নিতে পার I
এই টেবিল টিকে আপনারা আবার বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন ডিজাইন টি করার জন্য Table টিকে সিলেক্ট করে Desing/ডিজাইন ক্লিক করলে Tablestyles এর ঘরে বিভিন্ন ধরনের কলার দিয়ে তৈরি টেবিল ডিজাইন পাবেন এর মধ্যে থেকে যে কোন একটি ক্লিক করলে আপনার তৈরি করা টেবিলটি সেই ডিজাইনের হয়ে যাবে। আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় ওই জায়গা থেকে Plain Tables আছে ওখানে ক্লিক করলেই হয়ে যাবে।
COMMENTS