Job preparation all exam 2020-21 bengali quastion and answer
Job preparation all exam 2020-21 bengali quastion and answer
1) রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ? **প্রধান বিচারপতি ।
2) পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয় কোন দেশে ? **ব্রাজিলে ।
3) বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে ? **কুশী নদীকে ।
4) জলের চেয়ে হালকা ধাতু কোনটি ? **সোডিয়াম ।
5) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুলের নাম কি ? **গোলাপ ।
6) নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ? **রেভা রেন্ড লং ।
7) মস্কো শহর কে কি বলা হয় ? **ইউরোপের এশিয়া ।
8) বিশ্বের সর্বাধিক মুসলিম মানুষের বসবাস কোথায় ? **ইন্দোনেশিয়া ।
9) ভারতের গোলাপি শহর বলা হয় কাকে ? **জয়পুর কে ।
10) মসজিদের শহর বলা হয় কাকে ? **ঢাকা শহরকে ।
11) শিশু শিক্ষা রচনা করেন কে ? **মদনমোহন তর্কালঙ্কার ।
12) আর্য সমাজ কত সালে কে প্রতিষ্ঠা করেন ? **দয়া নন্দ সরস্বতী 1875 সালে প্রতিষ্ঠা করেন ।
13) ভারত কেশরী কাকে বলা হয় ? **শ্যামাপ্রসাদ মুখার্জী কে ।
14) রাজা রামমোহন রায় 1825 সালে কোন কলেজ প্রতিষ্ঠা করেন ? **বেদান্ত কলেজ ।
15) গরুর শরীরে কয়টি পাকস্থলী থাকে ? **চারটি ।
16) শিবাজীর গুরু কে ছিলেন ? **রামদাস ।
17) জামা মসজিদ কে প্রতিষ্ঠা করেন ? **শাহজাহান ।
18) দাবা খেলার জন্ম কোথায় ? **ভারতবর্ষে ।
19) প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ? ** 1951 সালে ।
20) পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ? ** প্রধানমন্ত্রী ।
21) সমাজ কল্যাণকামী রাষ্ট্রের লক্ষ্য কি ? ** গণতান্ত্রিক সমাজবাদ ।
22) সতীদাহ প্রথা কবে রদ হয় ? ** 1829 সালের 4ঠা ডিসেম্বর ।
23) ভারতের প্রথম বিদ্যুৎ চালিত পাটকল কোথায় স্থাপিত হয়েছিল ? ** বরানগরে ।
24) কলকাতা হাই কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ? ** 1862 সালে ।
25) নিউমোনিয়ার কারণ কি ? ** ব্যাকটেরিয়া ।
26) দিল্লি শহরের প্রতিষ্ঠাতা কে ? ** ইলতুৎমিস ।
27) মনস্তত্ত্ববিদ্যা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? ** ফরাসি ভাষা থেকে ।
28) ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ? ** 1989 সালে ।
29) টেলিফোন কে আবিষ্কার করেন ? ** গ্রাহাম বেল ।
30) অ্যামোনিয়া প্রস্তুতিতে কি কি লাগে ? ** নাইট্রোজেন ও হাইড্রোজেন ।
31) ভারতের জাতীয় ধ্বনি কি ? ** জয় হিন্দ ।
32) মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিল ? ** তামা ।
33) পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কি ? ** হামিং বার্ড ।
34) স্নায়ুতন্ত্রের একক কি ? ** নিউরন ।
35) পাইরিয়া রোগটি
কোথায় হয় ? ** দাঁতের মাড়িতে ।
36) স্বরাজ আমার
জন্মগত অধিকার এই কথাটি
কে বলেছিলেন ? ** লোকমান্য তিলক ।
37) আমি এসেছি
দেখেছি জয় করেছি উক্তিটি
কার ?
** জুলিয়াস
সিজারের ।
38) আমেরিকার জাতীয়
খেলার নাম কি ? ** বেসবল ।
39) ইউরোপের খেলার
মাঠ নামে কোন দেশ
পরিচিত ? ** সুইজারল্যান্ড ।
40) বংশগতির জনক
কাকে বলা হয় ?
** মেন্ডেল
কে ।

COMMENTS