what is Paint and tool Box introduction
what is Paint and tool Box introduction in bengali
1) Select:- এর মাধ্যমে আপনারা যেকোনো ধরনের ছবি বা লেখার পরে সেটিকে নিজের পছন্দমত জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন। অথবা সিলেট করার পর কিবোর্ড থেকে ডিলিট চেপে সে গুলোকে মুছে ফেলা যায়।
2) Rotate:- কোন ছবি বা লেখাকে ঘোরাতে পারবেন।
3) Pencil:- পেন্সিলের সাহায্যে নিজের পছন্দমত যেকোনো ছবি আঁকা যেতে পারে।
4) Fill with color:- নির্দিষ্ট কোনো ছবি আঁকার পর তার ভেতরে রং করতে এটি প্রয়োজন।
5) Text:- টেক্সটের মাধ্যমে আপনারা কোন কিছু লিখতে পারবেন।
6) Eraser:- ইরেজার অর্থাৎ রাবার এর মাধ্যমে আপনারা ছবি বা লেখা যে কোন অংশ মুছে ফেলতে পারবেন।
7) Color picker:- এর মাধ্যমে অন্য কোন ছবি থেকে প্রয়োজনে রং নিয়ে কাজ করতে পারবেন।
8) Magnifier:- এর মাধ্যমে কোন ছোট জিনিসকে বড় করে দেখতে পাবেন।
9) Bruses:- এর দ্বারা ব্রাশ এর মাধ্যমে রং করতে পারবেন।
10) Shapes:- এর মধ্যে বিভিন্ন ধরনের ছবি আছে যেগুলি কে মাউস ক্লিক করে কেজের পোর্টালে ছবিগুলো আঁকা যেতে পারে।
11) Fill:- কোন নির্দিষ্ট ছবির মধ্যে রং করা যায় ।
12) Size:- যখন পেন্সিল ব্যবহার করি সেই পেন্সিলের দাগগুলি কতটা মোটা বা শরু করব কাকে এখান থেকে ঠিক করে নিতে হয়।
13) Colors : এই কালার বক্সের মধ্যে বিভিন্ন ধরনের রং আছে যেগুলো নিজের মত করে নিজের পছন্দমত নিয়ে কাজ করতে হয়।

COMMENTS