What is microsoft office word Paragraph menu মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড অনুচ্ছেদ মেনু কি ?
মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড অনুচ্ছেদ মেনু কি ?
Paragraph সম্পর্কে আমরা সকলেই কমবেশি হয়তোবা জানি কিন্তু আমরা যারা নতুন বা এই সম্পর্কে কোন আইডিয়া নেই তাদের জন্য এই পোস্টটি।
প্যারাগ্রাফ এ মূলত কিছু নিয়ম থাকে সেগুলি হল আমরা যখন কিছু লিখে তাকে প্যারাগ্রাফ এর আকারে সাজাবো তখন সেই লেখা টির দুদিক সমান হবে এবং লেখার প্রথম অংশটি কিছুটা অংশ ছেড়ে ও একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ এর মাঝখানে কিছুটা অংশ ফাঁকা থাকবে, সেক্ষেত্রেও দ্বিতীয় প্যারার প্রথম লাইন কি কিছুটা অংশ ছেড়ে শুরু হবে। আপনাদের মোটামুটি একটি আইডিয়া দিতে প্যারাগ্রাফের কোথায় কি করতে হয় দেখানো হলো- যে লেখা থাকবে তাকে সিলেক্ট করে Home থেকে Paragraph ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে সেখানে-
General এর ঘরে- Alignment: Justified Outline level: Body Text
Indentation: এর ঘরে- Left: 0.5" Right: 0.5" Special: Frist line. By: 0.5"
Spacing: এর ঘরে- Before: 18pt After: 18pt. Multiple: Single
সিলেক্ট করে ok করলে সমস্ত লেখা টি প্যারাগ্রাফ এর আকারে সাজিয়ে যাবে।প্রয়োজনে উপরে দেওয়া ছবিটিকে অনুসরণ করতে পারেন এখানে সম্পূর্ণ নিয়মটি দেখানো আছে।
COMMENTS